শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

ভারতকে নিয়ে আফ্রিদির মন্তব্যের কড়া জবাব দিলেন বিসিসিআই সভাপতি

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ৫, ২০২২
ভারতকে নিয়ে আফ্রিদির মন্তব্যের কড়া জবাব দিলেন বিসিসিআই সভাপতি

বিশ্বকাপের সুপার টুয়েলভের বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে বিতর্ক চলছেই। অবশ্য চলারই কথা। কারণ অ্যাডিলেড ওভালের ম্যাচটিতে সাকিবদের এক প্রকার জোর করেই ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়। এছাড়াও ম্যাচে ফেইক ফিল্ডিং, আম্পায়ারের পক্ষপাতিত্বের মতো ঘটনাও ঘটেছে।

ওই ম্যাচের পর পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বলেছেন ‘আইসিসি ভারতকে সেমিফাইনালে তুলতে চায়।’ সাবেক পাক কাপ্তানের এমন বিস্ফোরক মন্তব্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি রজার বিনি।

বুধবারের (২ নভেম্বর) ওই ম্যাচের পর পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিলেন। ক্রিকেট–বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’

আফ্রিদির এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের নতুন বলেছেন, ‘এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তাই ওই অভিযোগের কোনো জায়গাই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।’

গত মাসেই সৌরভ গাঙ্গুলি স্থলাভিষিক্ত হয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জেতা রজার বিনি।

ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে বাংলাদেশ। এরপর বৃষ্টি নামায় বন্ধ হয় খেলা। বৃষ্টি শেষে খেলা পুনরায় শুরু হলে ডাকওয়ার্থ–লুইস নিয়মে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।বৃষ্টি থামার পর বাংলাদেশ ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৭৯ রান। সব মিলিয়ে ৬ উইকেটে ১৪৫ রান তুলে বাংলাদেশ হারে ৫ রানে।


এ বিভাগের অন্যান্য সংবাদ