এবারের আইপিএলটা স্বপ্নের মতো কাটছে দিনেশ কার্তিকের। গতকাল রোববার (১৬ এপ্রিল) আরেকটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। মাত্র ৩৪ বলে তার টর্নেডো ৬৬ রানের সুবাদে ৫ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৬ রানের জয় পায় তারা।
এ নিয়ে চলতি আইপিএলে ৬ ম্যাচ খেলে চারটিতে জিতল আরসিবি। তাতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। চলমান মৌসুমে দলের জয়ে অবদান রাখতে পারায় ভীষণ খুশি কার্তিক। এবার তার লক্ষ্য আবার ভারত জাতীয় দলে কামব্যাক করা এবং ২০২২ বিশ্বকাপে অংশ নেয়া। শুধু তাই নয়, দীর্ঘ ৯ বছর পর ফের ভারতীয়দের বৈশ্বিক শিরোপা জয়ের আনন্দে ভাসাতে চান তিনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সবশেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। আর সবশেষ ২০১৯ বিশ্বকাপে খেলেন কার্তিক। তিনি বলেন, ‘আমার বড় লক্ষ্য আমি দেশের হয়ে খেলতে চাই। চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় টি- বিশ্বকাপ আছে। তাতে অংশ নিতে আমি মরিয়া। পাশাপাশি টিম ইন্ডিয়াকে শিরোপা খরা ঘোচাতে সহায়তা করতে চাই।’
৩৬ বছর বয়সী অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘লম্বা সময় ধরে কোনও বহুজাতিক শিরোপা জেতেনি ভারত। আমি ভারতীয়দের সেই স্বাদ দিতে চাই। এজন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। নিজেকে ফিট রাখতে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’