ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব মারা গেছেন। ৮২ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করলেন।
সোমবার (১০ অক্টোবর) সকালে নয়া গুরুগ্রামে মেদান্ত হাসপাতালে মারা যান তিনি। রবিবার (৯ অক্টোবর) হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।
ভারতের রাজনীতির ময়দানে এক অত্যন্ত পরিচিত নাম মুলায়ম সিং। তিনি তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদকাল ছিল ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল। দ্বিতীয় দফায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার তৃতীয় ইনিংস ছিল ২০০৩ থেকে ২০০৭ সাল।
তিনি উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা। ষষ্ঠদশ লোকসভায় তিনি আজমগড়ের সাংসদ ছিলেন। ১৯৯৬ -১৯৯৮ সাল পর্যন্ত দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মুলায়ম। ১৯৭৪-২০০৭ সাল পর্যন্ত মোট সাত বার উত্তরপ্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিলেন মুলায়ম, সবশেষে নিজের রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্ত নেন এবং ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সমাজবাদী পার্টি। দুর্বল প্রতিপক্ষের সুযোগ নিয়ে উত্তরপ্রদেশে নিজের মাটি শক্ত করেছে মুলায়মের দল এবং অতীতে ক্ষমতাও দখল করেছে। নিজের রাজনৈতিক কেরিয়ারে তিনি ছয় বার লোকসভার সাংসদও হয়েছেন।