সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব মারা গেছেন

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১০, ২০২২
ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব মারা গেছেন

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব মারা গেছেন। ৮২ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করলেন।
সোমবার (১০ অক্টোবর) সকালে নয়া গুরুগ্রামে মেদান্ত হাসপাতালে মারা যান তিনি। রবিবার (৯ অক্টোবর) হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।

ভারতের রাজনীতির ময়দানে এক অত্যন্ত পরিচিত নাম মুলায়ম সিং। তিনি তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদকাল ছিল ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল। দ্বিতীয় দফায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার তৃতীয় ইনিংস ছিল ২০০৩ থেকে ২০০৭ সাল।

তিনি উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা। ষষ্ঠদশ লোকসভায় তিনি আজমগড়ের সাংসদ ছিলেন। ১৯৯৬ -১৯৯৮ সাল পর্যন্ত দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মুলায়ম। ১৯৭৪-২০০৭ সাল পর্যন্ত মোট সাত বার উত্তরপ্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিলেন মুলায়ম, সবশেষে নিজের রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্ত নেন এবং ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সমাজবাদী পার্টি। দুর্বল প্রতিপক্ষের সুযোগ নিয়ে উত্তরপ্রদেশে নিজের মাটি শক্ত করেছে মুলায়মের দল এবং অতীতে ক্ষমতাও দখল করেছে। নিজের রাজনৈতিক কেরিয়ারে তিনি ছয় বার লোকসভার সাংসদও হয়েছেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ