ভারতের হিমাচলে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৮ জন। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ধরমশালা, কাংরা ও মান্ডি জেলা।
রাজ্যের ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী জানিয়েছেন, কেবল মান্ডিতেই বন্যা ও ভূমিধসে ১৩ জন মারা গেছেন। নিখোঁজ আছেন পাঁচজন। কাশান গ্রামে একই পরিবারের আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং পুলিশের ৪ ঘণ্টার অভিযানে একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
কাংরা জেলার চাক্কি নদীর একটি রেল সেতু প্রবল বৃষ্টি ও নদীর পানির স্রোতে ভেঙে পড়েছে।
ভারী বৃষ্টির কারণে কাংরা ও মান্ডি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এসব জেলায় বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।