ভারতের আসাম, অরুণাচল ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১ জেলার ৭ লাখের বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য আসামের ন-গাঁও জেলা। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২৩৪টি ত্রাণ কেন্দ্রে ৭৪ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, টর্নেডোর আঘাতে জার্মানির বিভিন্ন শহরে ৪৩ জন আহত হয়েছে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে অনেক বাড়িঘর। অন্যদিকে, স্পেনে তীব্র তাপদাহ দেখা দিয়েছে। দেশটির কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ১০টি অঞ্চলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।