দুর্ঘটনার কবলে পড়ার পর ভারতে একটি বাসে আগুনে পুড়ে সাত যাত্রী নিহত হয়েছেন। আহতও হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে কামালাপুরা শহরের কাছে একটি ভাড়া করা বাসে আগুন ধরে যাওয়ার পর অন্তত সাত যাত্রীর মৃত্যু হয়।
বাসটি যাচ্ছিল গোয়া থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে একটি টেম্পো ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটে।
ওই বাসে ২৯ জন যাত্রী ছিলেন, যারমধ্যে ২২ জন নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। পরে বাসটি আগুনের কারণে সম্পূর্ণ পুড়ে গেছে।
আহতদের কালাবুরাগীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। এ ঘটনায় টেম্পো ট্রাকের চালকও গুরুতর আহত হয়েছেন। সূত্র: এনডিটিভি