বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

ভারতে বিধানসভা নির্বাচন : ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপির জয়

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ২, ২০২৩
ভারতে বিধানসভা নির্বাচন : ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপির জয়

ভারতের উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যে ভোটাভুটির মধ্য দিয়ে বিধানসভার নির্বাচনী মৌসুম শুরু হয়েছে। সেই ভোটের গণনার পর আজ বৃহস্পতিবার (২ মার্চ) ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর মেঘালয়ে বিজেপি পিছিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠ দলের সঙ্গে জোট করতে যাচ্ছে ক্ষমতাসীন মোদির দল। খবর এনডিটিভির।

আজ সকাল ৮টা থেকে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়। সর্বশেষ গণনায় বলা হয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি জোট বিজয়ী হয়েছে। আর মেঘালয়ে এনপিপি এগিয়ে রয়েছে। তবে, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে বেশ জটিলতা হচ্ছে।

ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট ৩৩টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। এই রাজ্যে কংগ্রেস-বামজোট ১৪টি ও ত্রিপুরা মথা ১৩টি আসন পেয়েছে।

নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট ৩৭ আসন পেয়ে বিজয়ী হয়েছে। এই রাজ্যে কোনো আসনেই জিততে পারেনি কংগ্রেস। আর এনপিএফ পেয়েছে দুটি আসন।

অন্যদিকে, মেঘালয়ে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সর্বোচ্চ ২২টি আসন পেয়েছে এনপিপি। আর বিজেপি পেয়েছে দুটি আসন। ইউডিপি পেয়েছে ১১টি আসন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস যথাক্রমে পাঁচটি করে আসন পেয়েছে।

মেঘালয়ে সরকার গঠন করতে মরিয়া হয়ে উঠেছেন এনপিপির কনরাড সাংমা। সরকার গড়তে আবার বিজেপির হাত ধরতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ