ভারতের উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যে ভোটাভুটির মধ্য দিয়ে বিধানসভার নির্বাচনী মৌসুম শুরু হয়েছে। সেই ভোটের গণনার পর আজ বৃহস্পতিবার (২ মার্চ) ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর মেঘালয়ে বিজেপি পিছিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠ দলের সঙ্গে জোট করতে যাচ্ছে ক্ষমতাসীন মোদির দল। খবর এনডিটিভির।
আজ সকাল ৮টা থেকে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়। সর্বশেষ গণনায় বলা হয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি জোট বিজয়ী হয়েছে। আর মেঘালয়ে এনপিপি এগিয়ে রয়েছে। তবে, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে বেশ জটিলতা হচ্ছে।
ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট ৩৩টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। এই রাজ্যে কংগ্রেস-বামজোট ১৪টি ও ত্রিপুরা মথা ১৩টি আসন পেয়েছে।
নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট ৩৭ আসন পেয়ে বিজয়ী হয়েছে। এই রাজ্যে কোনো আসনেই জিততে পারেনি কংগ্রেস। আর এনপিএফ পেয়েছে দুটি আসন।
অন্যদিকে, মেঘালয়ে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সর্বোচ্চ ২২টি আসন পেয়েছে এনপিপি। আর বিজেপি পেয়েছে দুটি আসন। ইউডিপি পেয়েছে ১১টি আসন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস যথাক্রমে পাঁচটি করে আসন পেয়েছে।
মেঘালয়ে সরকার গঠন করতে মরিয়া হয়ে উঠেছেন এনপিপির কনরাড সাংমা। সরকার গড়তে আবার বিজেপির হাত ধরতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।