বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ ভারতের শিলং জজ কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছেন। তবে দেশে ফিরতে তার বৈধ কাগজ লাগবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার বিকালে নিজ দপ্তরে এসব কথা বলেন শাহরিয়ার আলম।
আট বছর ধরে ভারতের শিলংয়ে মামলা লড়ছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। অবশেষে মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে বেকসুর খালাস পান। একই সাথে তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে বলেছে আদালত।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের চোখে এখনও অপরাধী। কারণ অবৈধভাবে বিদেশ গেছেন তিনি।
এদিকে ভারতের শিলং থেকে দ্রুতই দেশে ফিরতে চান সালাহউদ্দিন। তবে এতে বাধা আছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন। পরে ভারতের শিলংয়ে আটক হন তিনি। তার বিরুদ্ধে মামলা হয় অবৈধ অনুপ্রবেশের।