অভ্যন্তরীণ চাহিদা পূরণে ভারত থেকে চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ভারতে এ খবর ছড়িয়ে পড়েছে। এতে দেশটিতে খাদ্যশস্যটির দাম বেড়ে গেছে। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
এতদিন ভারতে চালের দাম স্থির ছিল। তবে বাংলাদেশ তা আমদানি করতে চাওয়ার খবরে দেশটিতে খাদ্যশস্যটির মূল্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতের মূখ্য খাদ্যপণ্য চাল। এবার গ্রীষ্মকালে দেশটিতে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানকার বাজারে নতুন চাল আসতে শুরু করেছে।
প্রতিবেশি দেশের মতো বাংলাদেশেও এ বছর ধানের ফলন ভালো হয়েছে। তা সত্ত্বেও এক সপ্তাহের মধ্যে এদেশে খাদ্যশস্যটির দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। মূলত, সে কারণে বেসরকারি পর্যায়ে ব্যবসায়ীদের ভারত থেকে চাল আমদানির অনুমতি দিচ্ছে শেখ হাসিনা সরকার। এ খবর পাশের দেশে খাদ্যপণ্যটির দামে প্রভাব ফেলেছে।
ত্রিপুতি এগ্রি ট্রেডের প্রধান নির্বাহী (সিইও) সুরাজ আগারওয়াল বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ চাল উৎপাদনকারী দেশ ভারত। বন্যা ও খরায় ঘাটতি দেখা দিলে নিয়মিত দেশটি থেকে তা আমদানি করে বাংলাদেশ। সাধারণত পশ্চিমবঙ্গ থেকে চাল আমদানি করে তারা। কারণ, সেখান থেকে দেশটির দূরত্ব কম।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখন মূল্যস্ফীতির সমস্যায় ভুগছে। এ অবস্থায় ভারত থেকে চাল আমদানির চিন্তা করছে তারা। এ খবরে গত এক সপ্তাহে ভারতে চালের দাম ৯ শতাংশ বেড়েছে।