ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার চলমান ভোটে শুক্রবার (২৬ এপ্রিল) প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির কেরালায় এমন ঘটনা ঘটেছে। এদের মধ্যে চারজন ভোটার এবং অপর একজন পোলিং এজেন্ট।
ওই রাজ্যের ওট্টাপালামে শুক্রাবারে এদিন তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ভোট দিতে গিয়ে দুপুরে অসুস্থ হয়ে পড়েন চন্দ্রন (৬৮) নামে এক ভোটার। পরে দ্রুত ওট্টাপালাম স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, দুপুরে ৬৩ বছর বয়সী এ. টি. সিদ্দিকী নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তাপপ্রবাহের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আলাপ্পুঝা জেলার আমবালাপুঝা এলাকায় একইভাবে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ৭৬ বছর বয়সী কোমবোত্তাইল কন্দন নামে ভিলায়োদি এলাকার এক বাসিন্দার।
এছাড়া, শুক্রবার এস.এন.ভিটি উচ্চ বিদ্যালয়ের ১৩৮ নম্বর বুথে ভোট দিয়ে বাড়ি ফিরে আসেন কাক্কাঝাম ভেলিপাড়াম্ভু সোমারাজন। বাড়ি ফিরে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
অন্যদিকে, কোঝিকোড় টাউনের ১৬ নম্বর বুথে দায়িত্বে ছিলেন বামেদের জোটের ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ) পোলিং এজেন্ট আনিস আহমেদ। তাপদাহে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে ৬৬ বছর বয়সী আনিসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।