নির্জনতার কবি জীবনানন্দ দাশ। তার লেখা পড়তে পড়তে আজও চমকে যেতে হয় কবিমনের তীব্র সংবেদনশীলতার অভিঘাতে। এবার বড় পর্দায় মুক্তি পেয়েছে কবির দাম্পত্যের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘ঝরা পালক’।
শুক্রবার (২৪ জুন) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ঝরা পালক’। ছবিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ব্রাত্য বসু। কবিপত্নী লাবণ্যপ্রভা দাশের ভূমিকায় রয়েছেন জয়া আহসান।
জীবনানন্দের মৃত্যুর পর স্ত্রীর চিরকালীন না পাওয়ার ক্ষোভ,জীবনযন্ত্রণার অসহায়তা সমস্ত কিছু এই সিনেমার মধ্য দিয়ে ফুটে উঠেছে।
সিনেমাটিতে নিজের চরিত্রের প্রসঙ্গে জয়া বলেন, ‘আমার চরিত্রে অভিনয় করার অনেক জায়গা। লাবণ্য প্রভা দাশের চরিত্রে অভিনয় এবং জীবনানন্দ দাশের বায়োপিক, এ কারণেই রাজি হওয়া।’