ভারতে ১২২ বছরের মধ্যে উষ্ণতম মাসের রেকর্ড গড়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস। এ মাসে দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিলো ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো স্বাভাবিকের চেয়ে ০ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের আবহওয়া বিভাগ আইএমডি জানিয়েছে, ১৯০১ সাল থেকে দেশটির তাপমাত্রার রেকর্ড রাখছে আইএমডি। সেই তথ্য অনুসারে, ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ উষ্ণ মাস ছিলো ফেব্রুয়ারি।
চলতি বছরের মার্চ থেকে মে মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, পূর্ব ও মধ্যাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশে তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আইএমডি।
এছাড়া, আগামী তিন মাসে দেশটির মধ্যাঞ্চল ও এর পার্শ্ববর্তী উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র তাপদাহের আশংকা করা হচ্ছে।
গত বছর প্রকাশিত মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেটে’র একটি সমীক্ষা অনুসারে, ২০০০-২০০৪ ও ২০১৭-২০২১ এর মধ্যে ভারতে তীব্র গরমের কারণে মৃত্যু ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো।