দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল পাকিস্তানের। কিন্তু তাদের বিপদ বাড়াতেই ভারতের হেরে যাওয়াকে দায়ী করেছেন শোয়েব আখতার। ভারতের এই হারে হতাশ হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আর রাখঢাক না করেই সে কথা বলেছেন তিনি।
খেলা শেষে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারত আমাদের সুযোগ প্রায় শেষ করে দিয়েছে। যদিও এটি ভারতের দোষ নয়, পাকিস্তান খারাপ খেলেছে। আমরা অন্যদের ওপর ভরসা করেছি। আমি আশা করেছিলাম এবং ভেবেছিলাম ভারত ভালোভাবেই জিতবে। এটাতে বোঝা যায় যখন কোনো একটি দল ভালো বোলিং আক্রমণে সামনে থাকে তখন উপমহাদেশের টিমগুলোর আসল চেহারা বেরিয়ে আসে।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার মারাত্মক বোলিং আক্রমণের সামনে পড়েছিল ভারত। কিন্তু এখন ভারতের কঠিন ম্যাচ শেষ হয়ে গেছে কারণ সামনে এখন সহজ ম্যাচ রয়েছে তাদের। কিন্তু পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। দেখে মনে হচ্ছে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া খুব কঠিন এবং অসম্ভব হবে। কিন্তু তারপরও আমি আশাবাদী। দেখা যাক কী হয়।
শোয়েব আরও বলেন, এই পিচগুলোতে দেখা খুব সহজ নয়। ভারত আমাদের হতাশ করেছে। যদি ভারতীয় ব্যাটসম্যানরা আরেকটু ধৈর্য ধারণ করত তাহলে ১৫০ রান হলে জয়ী হওয়া যেত। কিন্তু ভারত আমাদের হতাশ করেছে।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার সামনে ১৩৪ রানের লক্ষ্য রেখেছিল ভারত। কিন্তু সেই রানের মধ্যে প্রোটিয়াবাহিনীকে আটকাতে ভারতের যে বোলিং এবং ফিল্ডিং প্রয়োজন ছিল তা করতে পারলেন না রোহিতরা। বিরাট কোহলি ক্যাচ ফেললেন, রোহিত নিজে রান আউটের সহজ সুযোগ নষ্ট করলেন, রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৪৩ রান দিয়ে গেলেন।