গত ১০ বছর ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান রাজনৈতিক বৈরিতাই মূলত কারণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি ইভেন্টের বাইরে ভারতের সঙ্গে খেলার আগ্রহ দেখিয়েছে নানা সময়ে। তবে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান এহসান মানির মতে, ভারতকে অনুরোধ করার কোনো প্রয়োজন নেই পিসিবির। ভারত প্রয়োজন মনে করলে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে। রামিজ রাজার আগে মানিই ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময় একটা বিষয়ে পরিষ্কার ছিলাম। যদি ভারত মনে করে খেলবে, তাহলে পাকিস্তানে এসে খেলতে হবে। আমি কখনও না বলিনি, কিন্তু নিজেদের সম্মান রাখা উচিত। আমরা কেন ভারতের পিছনে দৌড়াব? এটা কখনও উচিত নয়। ওরা যদি খেলতে রাজি থাকে, তাহলে আমরাও খেলতে রাজি। ‘
কিছুদিন আগে বর্তমান পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ভারত-পাকিস্তানসহ আরও দুটি দল নিয়ে চার দেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আইসিসি তা গ্রহণ করেনি। এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। এরপর রমিজ বলেছিলেন, ‘আমি যখনই ভারত এবং পাকিস্তান নিয়ে কথা বলেছি, তখন আমি পিসিবির প্রধান হিসেবে কথা বলিনি। দুই দেশ খেললে যে মাপের ক্রিকেট খেলা হয়, সেটা মাথায় রেখে বলেছি। একজন ক্রিকেটার হিসেবে বলতে পারি, রাজনীতি সরিয়ে রাখা উচিত। ‘