দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। কিন্তু আমদানি বাড়লেও লোকসানের আশঙ্কায় বন্দর থেকে চাল খালাস কম করছেন আমদানিকারকরা।
হিলি কাস্টমসের তথ্যমতে, গত মাসের ২৩ তারিখ থেকে এখন পর্যন্ত ২২৫টি ভারতীয় ট্রাকে ৯ হাজার ২৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৭ কোটি টাকা। আর বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ১০০টি চাল বোঝাই ট্রাক।
আমদানি শুরু হওয়ার পর ডলার সংকট ও ভারতে চালের দাম বেড়ে যাওয়ায় আমদানিতে ভাটা পড়ে। তবে সম্প্রতি এই বন্দর দিয়ে চালের আমদানি বেড়েছে। প্রতিদিন ৫ থেকে ৬ টি ট্রাক এই বন্দরে প্রবেশ করলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ ট্রাকে।
তবে আমদানি বাড়লেও ব্যাংকগুলোতে এলসির মার্জিন শতভাগ করায় লোকসানের আশঙ্কায় বন্দর থেকে চাল খালাস করছে না আমদানিকারকরা। তারা বলছেন, ব্যাংকের মার্জিন রেট ও শুল্ক কমানো গেলে কিছুটা লোকসান কাটিয়ে আমদানিকৃত চাল গুলো বাজারজাত করা যাবে।