চীন স্পেস স্টেশন তৈরির জন্য ‘লং মার্চ ৫ বি’ নামে রকেটে কিছু বৈজ্ঞানিক সামগ্রী মহাকাশে পাঠিয়েছিল। চীনের সেই রকেটটি শনিবার ভারত মহাসাগরে আছড়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, চীন রকেট প্রত্যাবর্তনের গতিপথের তথ্য জানায়নি। কিন্তু রকেটের ধ্বংসাবশেষ কোথায় আছড়ে পড়বে সেটা জানা প্রয়োজন ছিল।
যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড বলছে, স্থানীয় সময় শনিবার বেলা ১২টা ৪৫ মিনিটে চীনের রকেট ভারত মহাসাগরে প্রবেশ করে।
নাসার প্রশাসক বিল নেলসন বলেন, মহাকাশযান প্রেরণকারী দেশগুলোকে প্রতিষ্ঠিত সর্বোত্তম নিয়ম অনুসরণ করা উচিত। ধ্বংসাবশেষের প্রভাবে সম্ভাব্য ঝুঁকি নির্ণয়ে অগ্রিম তথ্য শেয়ার করা উচিত।
যুক্তরাষ্ট্র সরকারের ফান্ডে পরিচালিত মহাকাশ কর্পোরেশন বলছে, ২২.৪ টন ওজনের চীনা রকেটের অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে পুনঃপ্রবেশ করতে দেওয়া হঠকারী কাজ।
চলতি সপ্তাহে বিশ্লেষকরা বলেছিলেন, চীনের রকেটের বডি বায়ুমন্ডলে মিলে যাবে। তবে রকেটের কিছু অংশ ২২শ কিলোমিটার এলাকাজুড়ে অগ্নিবৃষ্টির মতো পড়বে।
যদিও ভারত মহাসাগরে রকেটের ধ্বংসাবশেষ পতিত হওয়া নিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি। তবে সপ্তাহের শুরুর দিকে চীন জানায়, তারা নিবিড়ভাবে রকেটের ধ্বংসাবশেষের পথ অনুসরণ করবে। এটাতে কোনো ঝুঁকি নেই বলেও জানায় চীন।
২০২০ সালের মে মাসে চীনের লং মার্চ ৫বি’র টুকরো আইভেরি কোস্টে অবতরণ করেছিল। এর ফলে পশ্চিম আফ্রিকার দেশটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।