বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শপথ গ্রহণের পরই ভারতসহ ১১ দেশকে ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’ ‘২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না বিএনপি’ সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দিবিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’ বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তাসকিনের ভাবনা ব্যর্থতা নিয়ে হোয়াইট হাউস ছাড়লেন জো বাইডেন জনগণ রায় দেবে আ. লীগের রাজনীতির অধিকার আছে কিনা: জামায়াতের আমির ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ সিনিয়র ৪ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প, হাজারো কর্মকর্তাকে হুমকি ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করল সরকার নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব: বদিউল আলম

ভারী বৃষ্টি হবে ২ দিন, নৌ বন্দরে সতর্ক সংকেত

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৮, ২০২২
ভারী বৃষ্টি হবে ২ দিন, নৌ বন্দরে সতর্ক সংকেত

শনিবার (২৭ আগস্ট) থেকে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কমে এলেও বৃষ্টির এ ধারা চলবে আরও দুই দিন। রবিবার (২৮ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় এ কথা বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপর এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে-সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণদক্ষিণ দিক থেকে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই নৌ বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানায়, সোমবার সকাল পর্যন্ত দিনের তাপমাত্রা আরও কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৩ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবনতা আরও বাড়তে পারে বলেও জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তে বৃষ্টি হচ্ছে। দক্ষিণের বরিশাল ও খুলনা অঞ্চলে এবং উত্তরের রংপুর অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে। দক্ষিণের দিকে বৃষ্টির ধারা একটু কমে আসবে। তবে উত্তরে রেশ থাকবেই। বৃষ্টির এই ধারা আর এক থেকে দুদিন থাকতে পারে।

রাজধানীতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। সামান্য বৃষ্টিও হয়েছে তবে গরম কমছে না।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় রংপুরে, ১০৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুর ও রাঙামাটিতে।


এ বিভাগের অন্যান্য সংবাদ