শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

ভালো জিনিসের কেন মানুষ প্রশংসা করতে পারে না : বর্ষা

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৩, ২০২২
ভালো জিনিসের কেন মানুষ প্রশংসা করতে পারে না : বর্ষা

ঈদুল আজহা উপলক্ষে দেশের ১১৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’। ১০০ কোটি টাকা বাজেটের এই সিনেমায় অনন্তের নায়িকা হিসেবে আছেন বর্ষা।

মুক্তির দিন থেকেই ‘দিন: দ্য ডে’ নিয়ে দেখা গেছে দর্শক আগ্রহ। প্রায় প্রতিটি শো তে ঝুলছে হাউজফুল বোর্ড। একদিকে দীর্ঘদিন পর দেশের হলে অনন্ত-বর্ষার ছবি, তার উপর সিনেমাটির বাজেট প্রায় শতকোটি টাকা। তাই সিনেমাটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা, তবে শো এর টিকিত না পেয়ে ক্ষোভও ঝারছেন কেউ কেউ।

এদিকে দর্শক প্রতিক্রিয়া দেখতে এক হল থেকে অন্য হলে ঘুরে বেড়াচ্ছেন অনন্ত-বর্ষা। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে দর্শকদের সাথে বসে ছবি দেখতে এসে অনন্ত অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণিত ভাবে কিছু মিডিয়া ‘দিন: দ্য ডে’ নামে অপপ্রচার চালাচ্ছে। যা বাংলা সিনেমার জন্য মোটের মঙ্গলকর নয়।

অনন্তের সাথে সুর মিলিয়ে কান্নাজড়িত কণ্ঠে বর্ষা বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না… ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।’

‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, আমার মনে হয় তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে…।’

তিনি আরও বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে… এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে… গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।’

‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ