শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : অক্টোবর ৭, ২০২৪
ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

কাল বাদে পরশু ষষ্ঠী। বৈরি আবহাওয়া এবং আর জি কর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গের কলকাতায় পরিস্থিতি কিছুটা থমথমে হলেও তৃতীয়া ও চতুর্থীর দিনে পূজা মণ্ডপে দর্শণার্থীদের ভিড় ছিল ব্যাপক। শিল্পীদের মৌলিক ভাবনা ও অভিনব মণ্ডপ সজ্জার জন্য কলকাতার সুনাম ভারতজুড়ে।

কলকাতার বুকে এক টুকরো লাস ভেগাস। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের জনপ্রিয় লাস ভেগাস স্ফিয়ার অডিটোরিয়ামের আদলে মণ্ডপ গড়ে এবারও দর্শণার্থীদের মন জয় করেছে সন্তোষ মিত্র স্কয়ারের পূজা উদযাপন কমিটি। আশ্চর্য এই আলোর গোলক দেখতে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও মধ্য কলকাতার মিত্র স্কয়ারে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ।

২০২২ সালে লালকেল্লা, ২০২৩ এ রামমন্দির আর এবার, এবার ৮৯ তম বছরে বিলেত ফেরত লাস ভেগাস স্ফিয়ার। সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গা পূজা কমিটির প্রধান সজল ঘোষ বলছেন, এবার ভিন্নধর্মী থিমে পূজা আয়োজন করলেও নানা আয়োজনের মাধ্যমে আর জি করের নির্যাতিতা নারীর চিকিৎসক হত্যার বিচার চেয়েছেন তারা।

আয়োজকরা বলছেন, এবারের মণ্ডপ সজ্জায় মিলেমিশে থাকবে প্রতিবাদের ভাষা। মাঠজুড়ে বিজ্ঞাপন বোর্ডেও থাকবে ধর্ষকদের শাস্তির দাবি।

পূজার উদ্যোক্তারা জানিয়েছেন, পূজো কমিটির তরফ থেকে প্রতিবছর ১২০০ জন শিক্ষার্থীকে ১ হাজার রুপি করে বৃত্তি দেয়া হয়। এবার তা উৎসর্গ করা হয়েছে আর জি করের নিহত চিকিৎসকের নামে। তার বলছেন, পুজোয় থাকলেও, বিচারের দাবি ভুললে চলবে না।

ভারতীয় নৌবাহিনীতে পরীক্ষা দিতে মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি থেকে কলকাতা এসেছেন অনেক শিক্ষার্থী। একদিন হাতে থাকায় আগেভাগেই কলকাতার পূজা দেখতে বের হয়েছেন তারা। চমৎকার পরিবেশ ও শৈল্পিক আয়োজন দেখে রীতিমতো মুগ্ধ এই শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, ‘আমি শিয়ালদহতে উঠেছি। আশেপাশের পূজা মণ্ডপ ঘুরে দেখছি, ভীষণ ভাল লাগছে। বাইরে থেকে অনেক কম দর্শণার্থী আসেন। কিন্তু আপনাদের সবার এখানে আসা উচিৎ। কলকাতার দুর্গাপূজার আমেজই আলাদা।’

আরেক শিক্ষার্থী বলেন, ভাবলাম, হাতে যেহেতু একদিন সময় আছে, পূজা মণ্ডপগুলো থেকে ঘুরে আসি। এত ভালো সুযোগ পেয়েছি, ছাড়বো কেন!

পুরোহিতরা বলছেন, এবার বাপের বাড়িতে আসার সময় দুর্যোগ আর যুদ্ধ বিগ্রহের অশনি সংকেত নিয়ে এসেছেন মা দুর্গা। ফেরার সময়ও রেখে যাবেন বিপর্যয় আর সামাজিক অস্থিরতা। তবু, ভক্তদের নিরন্তর প্রার্থণায় মা দুর্গার আশীর্বাদেই সব সংকট পেড়িয়ে আসার সাহস পাবে মর্তের বাসিন্দারা। এমনটাই প্রত্যাশা সবার।


এ বিভাগের অন্যান্য সংবাদ