বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ভিসা সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টধারী ও কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না। আজ (সোমবার) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে সই করেন।
বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, ‘মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি বিমোহিত। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হবে। বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান সান্তিয়াগো ক্যাফিয়েরো।
কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তির বাইরে দুই দেশের মধ্যে ফুটবল নিয়ে আরেকটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এর আওতায় ফুটবলাররা আর্জেন্টিনায় গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এদিন তিনি দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে দূতাবাস পুনরায় চালু করেছে আর্জেন্টিনা।