ভিয়ারিয়ালকে উড়িয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-০ গোলের জয় পেয়েছে কাতালানরা।
রিয়ালের কাছে হারের ক্ষত নিয়ে বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে লেওয়ানডস্কি-ফাতিরা। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে লেগে যায় আধঘন্টা।
৩১তম মিনিটে বাঁ-পাশ দিয়ে আক্রমণে উঠে বার্সা। পেদ্রির বাড়ানো বল ডি-বক্সের সামান্য বাইরে পেয়ে যান জর্দি আলবা। তিনি বল বাড়ান ডি-বক্সে থাকা লেওয়ানডস্কির উদ্দেশ্যে। প্রথম চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় পোলিশ তারকা গোলরক্ষককে বোকা বানিয়ে বল পাঠান ভিয়ারিয়ালের জালে।
এগিয়ে যাওয়া বার্সা এর ঠিক ৪ মিনিট পর পেয়ে যায় দ্বিতীয় গোল। এবারও গোল করেন লেওয়ানডস্কি। ডান দিক থেকে গাভির বাড়ানো বল বুলেট গতির শটে জালে জড়ান লেভা। ২-০ তে এগিয়ে গিয়ে ক্ষুধা যেন আরো বেড়ে যায় বার্সার। পরের মিনিটেই করে আরেকটি আক্রমণ। তবে সেবার ব্যর্থ হলেও ৩৮তম মিনিটে আর হতাশ হতে হয়নি।
স্কোরশিটে নাম লেখান আনসু ফাতি। এই গোলেরও রূপকার ছিলেন গাভি। তাতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। বিরতি থেকে ফিরে দলে বেশকিছু পরিবর্তন আনেন জাভি। তাতে খেলার ধরণ পাল্টে যায় বার্সার। ফলাফল শেষ ৪৫ মিনিটে কোনো গোল নেই। অবশ্য এই সময়ে ভিয়ারিয়ালও বার্সার রক্ষণে ফাটল ধরাতে পারেনি।
এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা রিয়াল সোসিয়াদেদের পয়েন্ট ২২।