শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

ভুলের মাশুল দিয়েছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৫, ২০২৪
ভুলের মাশুল দিয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শীর্ষ দলের লড়াই। এমন ম্যাচে ভুল করলে সেটার বড় খেসারত দিতে হবে, এটা হাড়ে হাড়ে টের পেয়েছে লিভারপুল। আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে হাস্যকর ভুল করে বসেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকার। সে ভুলের মাশুল দিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গতকাল রোববার এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে অল রেডরা।

লিভারপুলের জন্য আর্সেনাল ম্যাচটা ছিল শীর্ষস্থান পাকাপোক্ত করার। হেরে যাওয়ার পরেও ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছেন ক্লপের শিষ্যরা। কিন্তু লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্ট কম নিয়ে তালিকার তিনে থাকা ম্যানচেস্টার সিটি দুটি ম্যাচ কম খেলেছে। নিজেদের পরের দুটি ম্যাচ জিতলেই শীর্ষে উঠে যাবে সিটিজেনরা। অন্যদিকে এ জয়ে আর্সেনালও লিভারপুলের ঘাড়ে নিশ্বাস নিচ্ছে পয়েন্ট তালিকায়। লিভারপুলের সমান ম্যাচে ২ পয়েন্ট পেছনে থেকে তালিকার দুইয়ে আছে আর্তেতার শিষ্যরা।

গতকাল এমিরেটসে ম্যাচের প্রথম মিনিটেই বড় সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু দিয়েগো জোতার দুর্বল শটে সুযোগ হারায় অল রেডরা। বিপরীতে আর্সেনাল প্রথমবার ভালো সুযোগ পায় ম্যাচের ১১ মিনিটে। কিন্তু সাকা মিস করলে সেবার গোলবঞ্চিত হয় মিকেল আর্তেতার দল। অবশ্য কিছুক্ষণ পরে সাকার গোলেই এগিয়ে যায় আর্সেনাল।

ম্যাচের ১৪ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস ধরে শট নিয়েছিলেন কাই হাভার্টজ। কিন্তু গোলপোস্ট থেকে অনেকটা এগিয়ে আসা আলিসন দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন হাভার্টজের শট। পাশে অরক্ষিত থাকা সাকা ফিরতি বল পেয়ে যান। বক্সের ডান প্রান্ত থেকে দারুণ শটে লিভারপুলের জালে বল জড়ান এ ইংলিশ তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণের ভুলে আত্মঘাতী গোল খেয়ে বসে আর্সেনাল। উপহার পাওয়া গোলে সমতায় (১-১) ফেরে লিভারপুল। কিন্তু এ সুফল ধরে রাখতে পারেননি ক্লপের শিষ্যরা। ম্যাচের ৬৭ মিনিটে আলিসন হাস্যকর ভুল করে বসেন।

ম্যাচের ৬৭ মিনিটে মার্তিনেল্লিকে উদ্দেশ্য করে লম্বা পাস দিয়েছিলেন গ্যাব্রিয়েল। উঁচু করে বাড়ানো বলটি পড়ে এগিয়ে আসা গোলরক্ষক আলিসন ও ডিফেন্ডার ফন ডাইকের মাঝে। মার্টিনেল্লিকে কাভার করতে গিয়ে বলের কাছে পৌঁছাতে পারেননি ডাইক। অন্যদিকে এগিয়ে আসা আলিসন বলের কাছে থাকলেও অবিশ্বাস্যভাবে স্পর্শ করতে পারেননি। ব্রাজিলিয়ান গোলকিপারের ভুলে বল পেয়ে যান মার্তিনেল্লি। সেখান থেকে ঠান্ডা মাথায় আর্সেনালকে এগিয়ে (২-১) দেন ২২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান লেফট উইংগার।

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। আক্রমণাত্মক খেলতে গিয়ে বিপাকে পড়েন ক্লপের শিষ্যরা। ম্যাচের নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। ১০ জনের দলে পরিণত হওয়া লিভারপুল আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো যোগ করা সময়ে আরেকটা গোল খেয়ে বসে।

লিয়ান্দ্রো ত্রোসার প্রায় মধ্যমাঠের বা প্রান্তে বল পেয়ে অনেকটা বিনা বাধায় ঢুকে যান লিভারপুলের বক্সে। সেখান থেকে শট নিয়ে আলিসনকে কোনো সুযোগ না দিয়ে স্কোরলাইন ৩-১ করেন এ বেলজিয়ান ফুটবলার।


এ বিভাগের অন্যান্য সংবাদ