বৃত্তান্ত প্রতিবেদক: ভোক্তা স্বার্থ সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভলান্টারি কনজুমারস ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস সোসাইটি’র (ভোক্তা)’ এক সভায় গত ৩ জানুয়ারি, ২০২২ (সোমবার) সংগঠনটি দুই বছর মেয়াদের জন্য (২০২২-২০২৩) ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
ভোক্তা-র প্রধান কার্যালয়, আলি ভবন, ৯ রাজউক এভিনিউতে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতভাবে প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখরকে সভাপতি, এস এইচ নওরোজকে সহ-সভাপতি, মো. খলিলুর রহমান সজলকে নির্বাহী পরিচালক এবং লুৎফর রহমান লিটনকে পরিচালক (অর্থ) হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও সংগঠনের অন্যান্য নির্বাচিত পরিচালকবৃন্দ হলেনঃ মিজানুর রহমান তালুকদার, সাইদুল আবেদিন ডলার, ড. লতিফুল বারি, ফজলুল হক, মোঃ নুরুন্নবী, মহসীনুল করিম লেবু এবং গোলাম কবির।