গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, আগামী নির্বাচনেও কারচুপি হবে। এ নিয়ে ভোট কারচুপিতে হ্যাটট্রিক করতে যাচ্ছে সরকার। আজ রোববার (৮ মে) দুপুরে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আসছে নির্বাচনে কারচুপির হ্যাটট্রিক করতে যাচ্ছে সরকার। প্রথমবার বিনা ভোটে, দ্বিতীয়বার রাতের ভোটে, আর এবার ইভিএমের বদৌলতে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ। ভোট যাতেই দেয়া হোক না কেন, ভানুমতির খেলায় তা নৌকাতেই গিয়ে পড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা আছে। সেই সঙ্গে দুঃখও রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উনি। তাহাজ্জুদের নামাজও পড়েন। তবু বুদ্ধি খাটান কীভাবে ভোট করা যায়। আপনি সুষ্ঠু নির্বাচন করে দিতে না পারলে আপনার নৈতিক দায়িত্ব হবে পদত্যাগ করা।’
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মো. হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।