শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

ভোট কারচুপির হ্যাটট্রিক করতে যাচ্ছে সরকার: ড. জাফরুল্লাহ

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৮, ২০২২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, আগামী নির্বাচনেও কারচুপি হবে। এ নিয়ে ভোট কারচুপিতে হ্যাটট্রিক করতে যাচ্ছে সরকার। আজ রোববার (৮ মে) দুপুরে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আসছে নির্বাচনে কারচুপির হ্যাটট্রিক করতে যাচ্ছে সরকার। প্রথমবার বিনা ভোটে, দ্বিতীয়বার রাতের ভোটে, আর এবার ইভিএমের বদৌলতে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ। ভোট যাতেই দেয়া হোক না কেন, ভানুমতির খেলায় তা নৌকাতেই গিয়ে পড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা আছে। সেই সঙ্গে দুঃখও রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উনি। তাহাজ্জুদের নামাজও পড়েন। তবু বুদ্ধি খাটান কীভাবে ভোট করা যায়। আপনি সুষ্ঠু নির্বাচন করে দিতে না পারলে আপনার নৈতিক দায়িত্ব হবে পদত্যাগ করা।’

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মো. হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।


এ বিভাগের অন্যান্য সংবাদ