জালিয়াতি ও প্রতারণার মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।
রিমান্ড শেষে এরতেজাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই উপপরিদর্শক মো. মেহেদী হাসান। তবে আসামির আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গত ১ নভেম্বর রাতে গুলশান-২-এর কার্যালয় থেকে এরতেজাকে গ্রেপ্তার করে পিবিআই। পরের দিন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। তদন্তে এর সত্যতা পায় পিবিআই। পরে এরতেজাকে গ্রেপ্তার করা হয়।
আশিয়ান গ্রুপের পরিচালক নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এরতেজা। দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের সম্পাদক ছিলেন তিনি।