ভোলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটিতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে হামিদুর রহমান টিপু, সৈয়দপুরে আবদুল মালেক মাস্টার, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে আক্তার হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা।
হাজিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবী আবদুল্যাহ কিরণ পাটোওয়ারি (আনারস) পেয়েছেন ৭৫০ ভোট।
সৈয়দপুর ইউনিয়নে আবদুল মালেক মাস্টার নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মোতালেব (চশমা) পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।
লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন ৮ হাজার ২৬৬ ভোট। তার নিকতটম প্রতিদ্বন্দ্বী মাওলানা ঈমাম উদ্দিন শামিম (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট। কালমা ইউনিয়নে আক্তার জোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা লোকমান হোসেন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৬২০ভোট।
দৌলতখান উপজেলা রিটার্নিং অফিসার আবদুস সালাম খান ও লালমোহন উপজেলা রিটার্নিং অফিসার আমির খসরু গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।