বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : এপ্রিল ৩০, ২০২৪
ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়

ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এরপর টানা দুই গোল হজম করে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সেখান থেকে হ্যাটট্রিক করে বার্সাকে ৪-২ ব্যবধানে দারুণ একটি জয় উপহার দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি।

অলিম্পিকোস লুইস স্টেডিয়ামে বার্সেলোনার শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের ২২ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডারে স্বাগতিকদের এগিয়ে দেন ফেরমিন লোপেজ। তবে এরপরই বার্সার গোলকিপার টের স্টেগেনের ভুলে শুরু ভ্যালেন্সিয়ার ঘুরে দাঁড়ানো। ২৭ মিনিটে ডি বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে মিস করেন এই জার্মান কিপার। অরক্ষিত বার্সেলোনা গোলপোস্টে বল জড়াতে ভুল করেননি ভ্যালেন্সিয়া স্ট্রাইকার হুগো দুরো।

৩৬ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেন বার্সেলোনার ডিফেন্ডার আরাউহো। ভ্যালেন্সিয়া পেয়ে যায় পেনাল্টি।সুযোগ কাজে লাগিয়ে ভ্যালন্সিয়াকে ২-১ গোলের লিড এনে দেন পেপেলু গার্সিয়া।

এবার বার্সেলোনা গোলরক্ষকের ভুলের পুনরাবৃত্তি করেন ভ্যালেন্সিয়া কিপার জিওরজি মামারদাশভিলি। ডিফেন্ডারের ব্যাকপাস রিসিভ করতে গড়বড় করেন এই গোলরক্ষক। বল রিকভার করতে গিয়ে ডিবক্সের বাইরে গিয়ে হ্যান্ডবল করে বসে জর্জিয়ান এই গোলরক্ষক। ভিএআর রিপ্লে দেখে মোমারদাশভিলিকে রেখারি লাল কার্ড দিলে ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া।

সুযোগটা কাজে লাগান রবার্ট লেভানডোভস্কি। ৪৯ মিনিটে কর্নার কিক থেকে নেয়া হেডারে নিজের প্রথম গোল করার পাশাপাশি বার্সেলোনাকে সমতায় ফেরান এই পোলিশ স্ট্রাইকার।

৮২ মিনিটে আবারও কর্নারের ফায়দা নেন লেভা। দ্বিতীয় গোল করে বার্সেলোনার স্কোর লাইন নিয়ে যান ৩-২ এ। ম্যাচের ইনজুরি সময়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে বার্সেলোনার ৪-২ গোলের জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি।


এ বিভাগের অন্যান্য সংবাদ