সৌদি আরবে পবিত্র হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মক্কার আল-মুকাররমায় মারা যান নুরুল আমিন (৬৪)। তার বাড়ি নোয়াখালী জেলায়।
মক্কায় বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নুরুল আমিনের পাসপোর্ট নম্বর ইএফ ০৭৫৮০০৬।
এর আগে গত ১১ জুন জাহাঙ্গীর কবির (৫৯) নামে চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী মক্কায় মারা যান।
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৫২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় বাকি হজযাত্রী।
মোট ফ্লাইট পরিচালিত হয়েছে ৪৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে।