শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল! পিলখানা হত্যাকাণ্ড মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কাল অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট না করার আহবান পরিবেশ উপদেষ্টার ‘শেখ হাসিনার মতো দুর্নীতিবাজকে আশ্রয় দিয়ে নিশ্চুপ পার্শ্ববর্তী দেশ’ মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিব দেননি: মান্না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড গাজা-স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন প্রয়োজন: ডব্লিউএইচও শুধু নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান হয়নি : নুরুল হক নুর ট্রাম্পকে কড়া জবাব দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ভাতা পাচ্ছেন ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ‘দুর্বল মেডিকেলগুলোকে সবলের সঙ্গে একীভূতকরণের চিন্তা করা হচ্ছে’ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফোন প্রতারকদের খপ্পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী রিয়ালের দুর্দান্ত জয়, নিশ্চিত হলো শেষ আট

মজুরি বৃদ্ধি প্রত্যাখান, চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৮, ২০২২
মজুরি বৃদ্ধি প্রত্যাখান, চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

চাশ্রমিকদের ২০ টাকা মজুরি বৃদ্ধিকে প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। আগের দাবিতেই তাঁরা অব্যাহত রেখেছেন ধর্মঘট। এর আগে গতকাল বুধবার শ্রম অধিদপ্তরে চা শ্রমিক ও বাগান মালিকদের মধ্যে বৈঠক হয়। সেখানে বাগান মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকার কথা জানানো হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, তারা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় এনে বৈঠকে মালিক পক্ষের কাছে ৩০০ টাকা মজুরি দাবি করেন। মালিক পক্ষ মাত্র ২০ টাকা মুজুরি বৃদ্ধির ঘোষণা দেন। যা দিয়ে তাদের সাংসারিক ব্যয় মেটানো সম্ভব না।’ বিজয় হাজরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আজ বৃহস্পতিবারও দেশের ১৬৭টি চা বাগানের মতো মৌলভীবাজারের ৯২টি চা বাগানে শ্রমিকরা ধর্মঘট পালন করেন।

উল্লেখ্য গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। এরপর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন। যদিও ১৪ ও ১৫ আগস্ট দুদিন ধর্মঘট স্থগিত রাখেন তাঁরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ