ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দুই তলা ভবনে আগুন লেগেছে। স্থানীয় সময় শনিবার ভোরে ওই বহুতল ভবনটিতে আগুন লাগে।
অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নারী রয়েছেন। এখন পর্যন্ত নয়জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত ওই ভবনের বেজমেন্টের প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণে ভোর ৩টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। সে সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।
অল্প সময়ে মধ্যেই পার্কিংয়ে রাখা গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ওই ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কারণ ভবনের কোনো ফ্লোরেই অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম ছিল না।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্র শিভরাজ সিং চৌহান। এই ঘটনার তদন্ত চলে।সুত্রঃ এনডিটিভি