আজ শুক্রবার (২৮শে অক্টোবর) মধ্যরাত থেকে দেশের সাগর, মোহনা ও নদীতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইলিশ শিকারে জাল ও নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এর মধ্যে দিয়ে চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পাড়াগুলোতে। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এবার ইলিশের উৎপাদন বাড়বে।
লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর একশ কিলোমিটারে মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ শিকারে নামবেন জেলেরা। এর ফলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে।
জেলেদের আশা, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরতে না পারায়, তারা যে অর্থ সংকটে পরেছিলো, তা এবার কাটিয়ে উঠতে পারবেন।
জেলেরা অভিযোগ করেন নিষেধাজ্ঞার সময় প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাল পাননি তারা। এতে পরিবার পরিজন নিয়ে অনেক জেলেকে বিপাকে পড়তে হয়েছে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানালেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশ উৎপাদনের এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে।
জেলা মৎস্য অধিদপ্তর তথ্য মতে, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে ৪৬ হাজার ৪৯ জন। এদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।