সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুর সংবাদদাতা
আপডেট : অক্টোবর ২৮, ২০২২
মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

আজ শুক্রবার (২৮শে অক্টোবর) মধ্যরাত থেকে দেশের সাগর, মোহনা ও নদীতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইলিশ শিকারে জাল ও নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এর মধ্যে দিয়ে চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পাড়াগুলোতে। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এবার ইলিশের উৎপাদন বাড়বে।

লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর একশ কিলোমিটারে মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ শিকারে নামবেন জেলেরা। এর ফলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে।

জেলেদের আশা, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরতে না পারায়, তারা যে অর্থ সংকটে পরেছিলো, তা এবার কাটিয়ে উঠতে পারবেন।

জেলেরা অভিযোগ করেন নিষেধাজ্ঞার সময় প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাল পাননি তারা। এতে পরিবার পরিজন নিয়ে অনেক জেলেকে বিপাকে পড়তে হয়েছে।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানালেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশ উৎপাদনের এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে।

জেলা মৎস্য অধিদপ্তর তথ্য মতে, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে ৪৬ হাজার ৪৯ জন। এদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ