আজ সোমবার (১০ই অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা। শেষ সময়ে তাই ভোটারদের মন জয়ে নানা চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্র“তি। তবে পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের। এদিকে, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের ব্যবস্থা নেবার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১২ই অক্টোবর জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এ আসন শূন্য হয়। নির্বাচন সামনে রেখে আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে তাই ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা।
এলাকার মানুষের পাশে থাকার পাশাপাশি প্রয়াত এমপি ফজলে রাব্বী মিয়ার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেয়ার কথা বলেছেন আওয়ামী লীগের প্রার্থী।
এদিকে, ইভিএমে ভোট নিয়ে শংকা থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রঞ্জু । শেষ দিনে গণসংযোগে ব্যস্ত অন্য প্রার্থীরাও।
স্থানীয় ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। একইসাথে ভোটের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশের দাবি তাদের।
নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।