বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ‘জ্ঞানের ঘাটতি’

অনলাইন ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৬, ২০২৪
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ‘জ্ঞানের ঘাটতি’

হিন্দু নির্যাতনের দাবি করে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানের ঘাটতি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, ভোটের মাঠে সুবিধা নিতে একের পর এক গুজব ও মনগড়া বক্তব্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করছেন ভারতের রাজনীতিবিদরা। যা দীর্ঘ মেয়াদে ঢাকা-দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই নানা ইস্যুতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন।

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়ে ওঠে ভারতের গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগের প্লাটফর্মগুলো। সবশেষ, ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কের বাইরে জনমনেও নেতিবাচক প্রভাব ফেলে।

ভারত নীতিতে বাংলাদেশের দৃঢ় অবস্থানে নাখোশ মোদি সরকারের নেতারা। তারা বিজেপি নিয়ন্ত্রিত গণমাধ্যমে একের পর এক বিষেদগার করছেন ঢাকার বিরুদ্ধে। এমনকি দেশে হিন্দু নির্যাতনের বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন বলেন, ‘কী ধরনের একটা পরিস্থিতি হলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তারা পাঠিয়ে থাকে? আমি মনে করি উনি নেহায়েতই একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং একটি রেটরিক লেবেলে। ওনার মতো একজন নেতার কাছ থেকে এটা আমরা আশা করিনি।’

বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবকে মমতার জানার ঘাটতি বলে মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, ‘মমতা ব্যানার্জি আসলে এই প্রক্রিয়াটা সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল হয়ত নন। যেকোনো দেশেই শান্তিরক্ষী পাঠাতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের মতৈক্য থাকতে হয়।’ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ