বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

‘মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদ’ করায় ভেঙে দেয়া হচ্ছে বাড়িঘর

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১২, ২০২২
‘মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদ’ করায় ভেঙে দেয়া হচ্ছে বাড়িঘর

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার জেরে ভারতের উত্তর প্রদেশে বিক্ষোভে অংশ নেয়ায় বিক্ষুব্ধদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দুই অভিযুক্তের বাড়ি ভাঙার পর রোববারও উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকায় শুক্রবারের সহিংসতায় জড়িত এক রাজনীতিকের বাড়ি ভেঙে ফেলতে শুরু করেছে প্রশাসন। এ সময় ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায় সেখানে।

প্রতিবেদনে বলা হয়, বিজেপির সাবেক মুখপাত্র নুপূর শর্মাসহ উগ্রপন্থী কয়েকজন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার জেরে শুক্রবার বিক্ষোভ করে উত্তর প্রদেশের মুসলিম সম্প্রদায়।

এদিকে প্রিয় নবীর (সা.) অপমান সইতে না পেরে প্রতিবাদ করায় বাড়ি ভেঙে দেয়ার এ ঘটনা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, বুলডোজার দিয়ে প্রয়াগরাজের রাজনীতিবিদ জাভেদ মোহাম্মদের বাড়ির ফটক এবং বাইরের প্রাচীর ভেঙে ফেলা হচ্ছে।

ভিডিওতে আরও দেখা যায়, রাজনীতিবিদ জাভেদ মোহাম্মদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা ও পৌর কর্তৃপক্ষের একটি দল। বাড়ির ভেতরের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পৌরসভার কর্মীরা বাড়ির ভেতর থেকে আসবাবপত্র বাইরে নিয়ে এসে সড়কের ওপর রাখছেন।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অবৈধভাবে বাড়ি নির্মাণ করার কারণেই নাকি এসব বাড়ি-ঘর ভাঙা হচ্ছে। কয়েকবার নাকি নোটিসও দেয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

পুলিশের অভিযোগ, শুক্রবার প্রয়াগরাজে বিক্ষোভ-সহিংসতায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম ‘মূলহোতা’ রাজনীতিক জাভেদ। প্রয়াগরাজে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালায় যোগী রাজ্যের পুলিশ।

তখন বিক্ষোভকারীরা পুলিশকে প্রতিহত করা শুরু করলে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল এবং পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। সেই সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টারও বেশি সময় লাগে পুলিশের।

অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হয়েছে বলে জাভেদ মোহাম্মদের বাসভবনের বাইরে নোটিশ ঝুলিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পৌরসভার কর্মীরা তা ভেঙে ফেলতে শুরু করেছেন। প্রয়াগরাজের এই রাজনীতিকের বাড়ির বাইরে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে শনিবার রাতে।

এদিকে, শুক্রবারের বিক্ষোভ এবং সহিংসতায় জড়িত সন্দেহে উত্তর প্রদেশে এখন পর্যন্ত ৩ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিবেশ খারাপ করার চেষ্টাকারী তথা মহানবীর (সা.) অপমানের বিরেুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ