বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করেছে র্যাব-৩। রবিবার (৬ নভেম্বর) ভোরে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া। তিনি বলেন, ভোরে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সুলতানাকে আটক করেছে র্যাব। পরে আমাদের থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি ওসি।