ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট দিয়ে প্রায় এক বছর পর আবারও মাঠে ফিরছে নারীদের ঘরোয়া হকির আসর। এই মাসের শেষ সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। যা চলবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।
তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে। যেখানে খেলবে চারটি দল। এই আসর থেকে সেরা খেলোয়াড়দের জায়গা মিলবে জাতীয় দলে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে মাঠে গড়িয়েছিলো ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট। এদিকে, ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ছেলেদের জাতীয় যুব হকি চ্যাম্পিয়নশিপ।