অতিরিক্ত মদ পান করে বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাঁধালেন হুলুস্থুল কাণ্ড। বরকে ধরে রেখে কোনো মতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছিল। কারণ অতিরিক্ত মদ পান করায় ঠিক মতো দাঁড়াতেই পারছিলেন না বর। তবে বিপত্তি দেখা দিল বউয়ের গলায় মালা পরিয়ে দেওয়ার সময়। শ্যালিকা পাশে থাকায় তাকে বউ মনে করে মালা পরিয়ে দিতে না দিতেই বরকে চড়-থাপ্পড় মারতে থাকেন ওই শ্যালিকা।
এ ঘটনা ভারতের। টাইমস ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ওই বরের নাম ভারমালা। এর আগে গত মার্চ মাসে ভারতের একটি বিয়ের অনুষ্ঠানে বরের সঙ্গে স্ত্রী ঝগড়া করার ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুমুল ঝগড়ায় লিপ্ত হয় ওই বর কনে।
শ্যালিকার গলায় মালা পরিয়ে দিলে অনুষ্ঠানে থাকা সবাই আশ্চর্য হয়ে যান। তবে উত্তেজিত শ্যালিকা আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেননি। সঙ্গে সঙ্গে দুলাভাইকে মারধর শুরু করেন। পাশে দাঁড়িয়ে থাকা নতুন বউ বুঝে উঠতে পারছিলেন না, এ ঘটনায় কি করা উচিত। তবে পরিস্থিতি কিছুক্ষণ পরই শান্ত হয়ে যায়। শেষ পর্যন্ত শ্যালিকার গলায় পরানো মালা খুলে বউকে পরিয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।
ভারতে কিছুদিন পর পরই বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত সব ঘটনা ঘটে থাকে। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে বরকে ভালোবেসে মুখে মিষ্টি তুলে দেয়ায় তা পছন্দ হয়নি বরের। সঙ্গে সঙ্গে বউয়ের গায়ে হাত তোলেন ওই বর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
बिहार में शराबबंदी बा … 🤔😅🤣😂🥃 pic.twitter.com/MiWYfF2N2T
— Vikki1975 (@Vikki19751) June 21, 2022