সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন

মাত্র ৪ বলেই অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা জয়

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১, ২০২২
মাত্র ৪ বলেই অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা জয়

অস্ট্রেলিয়ান স্পিনারদের দাপটে গল টেস্টের দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং ধসে কুপোকাত স্বাগতিক শ্রীলঙ্কা। নাথান লিয়ন আর ট্র্যাভিস হেডের ঘূর্ণিতে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। এতে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫ রানের।

সহজ টার্গেটকে সহজেই টপকে যায় সফরকারী অজিরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ বল খেলে ১০ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার একাই চার বল খেলে এক চার ও এক ছক্কায় দলকে জিতিয়ে দেয়।

এর আগে তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়াকে ৩২১ রানে অলআউট করে দেয় লঙ্কান বোলাররা। দারুণ বল করেন রমেশ মেন্ডিস। ৩২ ওভারে ১১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মেন্ডিস। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও জেফরি ভান্দারসি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১২ রান করেছিল স্বাগতিকরা। এতে ২০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামেন শ্রীলঙ্কা। আর দ্বিতীয়বার নেমেই ব্যাটিং ধসে পড়ে। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তারা টিকেছে মাত্র ২২.৫ ওভার।

শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) ফিরিয়ে জুটিটি ভাঙেন নাথান লিয়ন। নিশাঙ্কা (১৪) হন সোয়েপসনের শিকার। এরপর ৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লিয়ন। ১২ রান করে সোয়েপসনের বলে আউট হন ফার্নান্দো। ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপরই চমক দেখান অফস্পিনার ট্র্যাভিস হেড। ১০ রানেই তুলে নেন ৪ উইকেট। দিনেশ চান্দিমালকে ১৩ রানে বোল্ড করেন। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ধনাঞ্জয়াকে (১১)। ৮ রানে ব্যাট করা জেফরিকে বোল্ড করে দেন। রানের খাতাই খুলতে পারেননি লাসিথ এমবুলদেনিয়া।

২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন হেড। এ ছাড়া ৩১ রানে ৪ উইকেট নেন লিয়ন। ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।


এ বিভাগের অন্যান্য সংবাদ