মানহানীর মামলায় সোনারগাঁয় সাংবাদিক আল-আমিনের ৩ মাসের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:২৫ অপরাহ্ণ, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ২০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনারগাঁ প্রতিনিধিঃ মানহানির অভিযোগে এক মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আল আমিনকে তিন মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রায় দেন। এ সময় আসামি আল আমিন আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বাদী সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে আল আমিন তাকে ও তার পরিবারের সদস্য এবং স্বজনদের জড়িয়ে ‘৮০ লাখ টাকা নিয়ে উধাও’শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২০১৭ সালের ১৭ জানুয়ারি একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন। বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তিনি ২০১৭ সালের ২৯ মার্চ আদালতে মানহানির মামলা দায়ের করেন।

মামলায় বিজ্ঞ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার ভাগনেও একজন সংবাদকর্মী। তারা বাবা-মার নামও ওই মিথ্যা সংবাদে জড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানহানীর মামলায় সোনারগাঁয় সাংবাদিক আল-আমিনের ৩ মাসের কারাদন্ড

আপডেট সময় : ০৩:১৪:২৫ অপরাহ্ণ, সোমবার, ৪ অক্টোবর ২০২১

সোনারগাঁ প্রতিনিধিঃ মানহানির অভিযোগে এক মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আল আমিনকে তিন মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রায় দেন। এ সময় আসামি আল আমিন আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বাদী সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে আল আমিন তাকে ও তার পরিবারের সদস্য এবং স্বজনদের জড়িয়ে ‘৮০ লাখ টাকা নিয়ে উধাও’শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২০১৭ সালের ১৭ জানুয়ারি একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন। বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তিনি ২০১৭ সালের ২৯ মার্চ আদালতে মানহানির মামলা দায়ের করেন।

মামলায় বিজ্ঞ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার ভাগনেও একজন সংবাদকর্মী। তারা বাবা-মার নামও ওই মিথ্যা সংবাদে জড়ানো হয়েছে।