বিএনপির স্থাীয় কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, জনগণ যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল, সেটা হরণ করেছে এই সরকার। মানুষের সেই ভাতের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরবো।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশের প্রথম সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ইকবাল মাহমুদ টুকু সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার যে দুঃশাসন কায়েম করেছে তার জন্যই দেশে আজ হাহাকার। মানুষ এখন দুই বেলা ভাত খেতে পারে না, বাজারে গিয়ে বাজার করতে পারে না। দেশের প্রধানমন্ত্রী বলেছেন, ২০২৩ সালের দুর্ভিক্ষের কথা। তাহলে কি আমি ধরে নেবো আওয়ামী লীগ ও দুর্ভিক্ষ একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত। এর আগেও দেশে দুর্ভিক্ষ হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন দুর্ভিক্ষের কথা বলছেন, তার আমলেই। সেটাই আমরা প্রতিবাদ করছি যে, আপনার ভুলের জন্য দেশের ১৬ কোটি মানুষ “সাফার” করতে পারে না।’
সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য একটাই শেষ হাসিনার পতন ঘটাতে হবে, আমাদের লক্ষ্য একটাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে।’
তিনি বলেন, ‘আগমী ৩ ডিসেম্বর রাজশাহীর জনগণ আমরা সরকারকে হলুদ কার্ড দেখতে চাই। ১০ ডিসেম্বর ঢাকায় জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে। আমার বিশ্বাস এই সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।’
সমন্বয় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেকসহ রাজশাহী বিভাগের বিএনপির শীর্ষ নেতা।