মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসনে স্বৈরাচার থাকলে দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে: রিজভী দ:কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৭ প্রতিষ্ঠান শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা সুন্দরবনে বাঘ বেড়েছে : পরিবেশ উপদেষ্টা বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ফোন নম্বর প্রকাশ বিজিবির ফুটবল অধ্যায়ের ইতি টানলেন ইনিয়েস্তা লেবাননের বৈরুত, পূর্ব ও দক্ষিণ অংশে হামলা শুরু করেছে ইসরায়েল এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আবার রিমান্ডে সালমান, দীপু, পলক ও মামুন একদিন বাড়লো পূজার ছুটি

মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার: ইকবাল মাহমুদ

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ১, ২০২২
মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার: ইকবাল মাহমুদ

বিএনপির স্থাীয় কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, জনগণ যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল, সেটা হরণ করেছে এই সরকার। মানুষের সেই ভাতের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরবো।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশের প্রথম সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ইকবাল মাহমুদ টুকু সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার যে দুঃশাসন কায়েম করেছে তার জন্যই দেশে আজ হাহাকার। মানুষ এখন দুই বেলা ভাত খেতে পারে না, বাজারে গিয়ে বাজার করতে পারে না। দেশের প্রধানমন্ত্রী বলেছেন, ২০২৩ সালের দুর্ভিক্ষের কথা। তাহলে কি আমি ধরে নেবো আওয়ামী লীগ ও দুর্ভিক্ষ একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত। এর আগেও দেশে দুর্ভিক্ষ হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন দুর্ভিক্ষের কথা বলছেন, তার আমলেই। সেটাই আমরা প্রতিবাদ করছি যে, আপনার ভুলের জন্য দেশের ১৬ কোটি মানুষ “সাফার” করতে পারে না।’

সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য একটাই শেষ হাসিনার পতন ঘটাতে হবে, আমাদের লক্ষ্য একটাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘আগমী ৩ ডিসেম্বর রাজশাহীর জনগণ আমরা সরকারকে হলুদ কার্ড দেখতে চাই। ১০ ডিসেম্বর ঢাকায় জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে। আমার বিশ্বাস এই সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।’

সমন্বয় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেকসহ রাজশাহী বিভাগের বিএনপির শীর্ষ নেতা।


এ বিভাগের অন্যান্য সংবাদ