বৃত্তান্ত প্রতিবেদক
চলমান ফৌজদারি মামলার তথ্য গোপন করে চাকরিতে প্রবেশের সুযোগ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (শিক্ষানবিশ) পদে নিয়োগপ্রাপ্ত মো. শাহ পরানের যোগদান কার্যক্রম স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ।
তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকায় নেত্রকোনায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে তার যোগদান কার্যক্রম স্থগিত করে বৃহস্পতিবার আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, শাহ পরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয় আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। এছাড়া শাহ পরান তার বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আইন ও বিচার বিভাগকে জানাননি।
পরে বিষয়টি আইন ও বিচার বিভাগের নজরে এলে তার সহকারী জজ (শিক্ষানবিশ) পদে যোগদানের কার্যক্রম সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে স্থগিত করা হয়।
১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০১৯-এর মাধ্যমে শাহ পরানকে সহকারী জজ পদে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ পাঠায় জুডিশিয়াল সার্ভিস কমিশন। তার পরিপ্রেক্ষিতে শাহ পরানের সহকারী জজ পদে নিয়োগের আগে তার প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য আইন ও বিচার বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাক-পরিচয় যাচাইপূর্বক মন্তব্যসহ প্রতিবেদন দেয়, যেখানে শাহ পরান সম্পর্কে কোনও বিরূপ তথ্য পাওয়া যায়নি মর্মে উল্লেখ করা হয়।