শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

মায়ামির আরেকটি শিরোপা

স্পোর্টস ডেস্ক
আপডেট : অক্টোবর ৩, ২০২৪
মায়ামির আরেকটি শিরোপা

চোট কাটিয়ে মাঠে ফেরার পর ছন্দে আছেন লিওনেল মেসি। এবার নিজ ক্লাব ইন্টার মায়ামিকে আরও একটি শিরোপা জেতালেন আর্জেন্টাইন তারকা। শিরোপা জেতানোর ম্যাচে জোড়া গোল করেছেন মায়ামি অধিনায়ক। তাতে প্রথমবারের মতো মায়ামি জিতেছে সাপোর্টাস শিল্ডের শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি।

মেসির জোড়া গোলে প্রথমার্ধ শেষ করে মায়ামি। লোয়ার ডটকম ফিল্ডে ৪৫ মিনিটে তার গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধের যোগ করা পঞ্চম মিনিটে আবারও গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন তিনি। বিরতি থেকে ফিরে অবশ্য গোল হজম করে মায়ামি। ৪৬ মিনিটে গোল শোধ করেন কলম্বাস ফুটবলার ডিয়েগো রসি।

৪৮ মিনিটে মায়ামিকে আরেকটু এগিয়ে নেন লুইস সুয়ারেজ। দল পায় ৩-১ গোলের লিড। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল পান কলম্বাসের চুচো হার্নান্দেজ। ব্যবধান কমায় জমে ওঠে ম্যাচ। ৬৩ মিনিটে রুডি কামাচো লাল কার্ড দেখলে কলম্বাস পরিণত হয় ১০ জনের দলে। শেষ পর্যন্ত ১০ জন নিয়েও লড়াই চালিয়ে যায় কলম্বাস।

তবে, নিজের দিনে মেসি কতটা দুর্দান্ত সেটি প্রথমার্ধে টের পায় কলম্বাস। ক্ষুদে জাদুকরের গোল দুটিই ম্যাচ থেকে ছিটকে দেয় তাদের। আর মায়ামিকে এনে দেয় শিরোপা জয়ের আনন্দ। যে আনন্দে মিশে আছে মেসির স্বরূপে ফেরার স্বস্তিও।


এ বিভাগের অন্যান্য সংবাদ