শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাজারে বেড়েছে সেমাই-কিসমিস, চালসহ বিভিন্ন পণ্যের চাহিদা আ.লীগ নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকবে: এনসিপি নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে : মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সেন্সরশিপ প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান ‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

মারিউপোলের স্টিল কারখানা থেকে ১০০ বেসামরিক নাগরিক উদ্ধার

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২, ২০২২

প্রায় দুই মাস ধরে ইউক্রেনের মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় অবরুদ্ধদের একাংশ বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হয়েছে। রাশিয়া জানিয়েছে, উদ্ধারকৃতদের অনেকে মস্কো নিয়ন্ত্রিত গ্রামে ফিরে গেছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, উদ্ধার হওয়া বড় একটি দল ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝজিয়ার দিকে গেছেন।

রবিবার টুইট বার্তায় জেলেনস্কি এই দাবি করেন। তিনি বলেন, প্রথম ১০০ জন বেসামরিক আমাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় গেছেন। সোমবার জাপোরিঝজিয়ায় তাদের সঙ্গে দেখা হবে। আমাদের দলের প্রতি কৃতজ্ঞ। অন্যান্য বেসামরিক লোকদের সরিয়ে নিতে জাতিসংঘের সঙ্গে কাজ করছে তারা।

শনিবার সকালেই উদ্ধার অভিযানে দলটি ঘটনাস্থলে পৌঁছায়। আজভস্টল স্টিল কারখানা থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, শনিবার নাগরিকদের সরিয়ে নিতে একটি নিরাপদ অভিযান শুরু হয়। এতে যোগ দেয় রেড ক্রিসেন্টও। কতজনকে বের করা সম্ভব হয়েছে তার বিবরণ দেয়নি জাতিসংঘ। এতে নিরাপদ উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা গেছে, স্টিল কারখানার ধ্বংস্তূপের মধ্য দিয়ে বের হন অনেকে। এদের অনেককে বাসে উঠতে দেখা যায়।

এক নারী জানান, তিনি ছয় মাসের শিশুসহ প্রায় দুই মাস ধরে সেখানে আটকা থাকেন। আরেক বৃদ্ধা বলেন, তাদের খাবার ফুরিয়ে যায়।

রবিবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তার সদস্য ডেনিস শ্লেহা রয়টার্সকে জানান, `স্টিল কারখানার বাঙ্কারে এখনও অনেকে আছেন। সবাইকে বের করতে হলে আরও দুটি উদ্ধার অভিযানের প্রয়োজন’।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের অভিযোগ, ‘রবিবার সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর স্টিল কারখানায় আবারও গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী’।

ইউক্রেনে অভিযানের শুরুর দিকেই মারিউপোল শহরে দ্রুত প্রবেশ করতে সক্ষম হয় রুশ বাহিনী। তীব্র বোমাবর্ষণের মধ্য দিয়ে মারিউপোলের বেশির ভাগ জায়গায় নিয়ন্ত্রণে নেয় তারা। তবে শুরু থেকেই প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনীয় যোদ্ধারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ