ইউক্রেনের মারিওপোল শহরের আজোভস্তাল ইস্পাত কারখানায় রাশিয়া আবারও হামলা চালানো শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেন।
কারখানাটির ভূগর্ভস্থ বাঙ্কারে শিশুসহ অনেক বেসামরিক নাগরিক এখনও আটকে রয়েছে।
এর আগে সোমবার জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রসের যৌথ প্রচেষ্টায় আজোভস্তাল কারখানা থেকে ইউক্রেনের প্রায় একশ’ বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
তাদের ঝ্যাপোরিঝিয়া শহরে নেয়ার কথা থাকলেও এ প্রক্রিয়া বিলম্বিত হয়। তবে কি কারণে দেরি হচ্ছে সেবিষয়ে জানা যায় নি। ইউক্রেনের মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা একটি গ্রামে তাদের সাময়িকভাবে রাখা হয়েছে।
এছাড়া ওডেসায় রাশিয়ার হামলায় একজন নিহতের দাবি করেছে ইউক্রেন। এদিকে, ইউক্রেনের দনেৎস্ক ও লুহানস্কে গণভোটের আয়োজন করে বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা অঞ্চল দুটিকে রাশিয়া নিজের অধীনে নেয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।