মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

মার্কিনীদের বন্দুকবাজী : এলোপাতাড়ি গুলিতে হতাহত ২৭

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৫, ২০২২
মার্কিনীদের বন্দুকবাজী : এলোপাতাড়ি গুলিতে হতাহত ২৭

কোনোভাবেই থামছে না মার্কিনীদের বন্দুকবাজী। একের পর মানুষ হত্যায় মেতে উঠেছে সভ্যতার আবরণ গায়ে চাপানো শ্বেতাঙ্গের দল। এবার দেশটির উত্তরপূর্বাঞ্চীলয় অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা হয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে নগরের সাউথ স্ট্রিট এলাকায় হামলা চালিয়েছে একাধিক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই জন পুরুষ ও একজন নারী, আহত হন আরও ২৪ জন।

ফিলাডেলফিয়া পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাউথ স্ট্রিট এলাকাটি শহরের জনপ্রিয় বিনোদন পার্কগুলোর একটি।

ফিলাডেলফিয়া পুলিশের পরিদর্শক ও মুখপাত্র ডি. এফ. পেস এএফপিকে বলেন, ‘গ্রীষ্মকালে উইকএন্ডের দিনগুলোতে সাউথ স্ট্রিট এলাকায় জনসমাগম বেশি হয়। মতো শনিবার রাতেও সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন বন্দুকধারী সেখানে উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।’

তিনি আরও জানান, সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয় এবং তারাও হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী জো স্মিথ (২৩) এএফপিকে বলেন, ‘যখন প্রথম গুলির শব্দ শুনলাম, আমার ভয় হচ্ছিল যে এটি আর থামবে না। চারদিক থেকে শুধু আতঙ্কিত আর্তনাদ শোনা যাচ্ছিল। এখনও আমার কানে বাজছে সেসব।’

পুলিশ মুখপাত্র ডি. এফ. পেস জানিয়েছেন, হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি সেমি অটোমেটিক পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে হামলার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র অনেক সহজলভ্য হওয়ায় বন্দুক হামলার ঘটনাও বেশি ঘটে। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলায় ১৯ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া নিউ ইয়র্কের বাফেলো, ওকলাহোমার তুলসা শহর ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও গত কয়েকদিনে হামলা হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ