ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় এভারটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই জয়ের ফলে আর্সেনাল টানা তৃতীয় জয় পেল।
খেলায় আর্সেনালই হট ফেভারিট ছিল। তারা খেলেছেও ফেভারিটদের মতই। প্রথম থেকেই চাপে ছিল এভারটন। বল নিয়ন্ত্রণে পারদর্শীতা দেখিয়ে ম্যাচের ৪০তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। বুকায়ো সাকার অসাধারণ গোলে লিড নেয় আর্সেনাল। এর কিছু সময় পরই ম্যাচের দ্বিতীয় গোলটিও চলে আসে আর্সেনালের হয়ে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেলি গোলটি এনে দেন আর্সেনালকে।
দ্বিতীয়ার্ধে যেন এভারটনকে আরো অসহায় মনে হচ্ছিল। বল পায়ে পেয়ে ধরে রাখাটাই কঠিন হয়েছে তাদের। বল দখল আর রক্ষণভাগে দুর্বলতা নিয়েই তৃতীয় গোলটি হজম করে এভারটন। আর্সেনালের ওডেগার্ড ৭১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ৩-০ তে এগিয়ে থেকেও থামেনি গানাররা।
ম্যাচের ৮০তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয় আর্সেনাল। নির্ধারিত সময় শেষে এভোরটনকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারায় মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ের পর আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে। আর এভারটন রয়েছে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে।