রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

মার্টিনেলির জোড়া গোলে আর্সেনালের সহজ জয়

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ২, ২০২৩
মার্টিনেলির জোড়া গোলে আর্সেনালের সহজ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় এভারটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই জয়ের ফলে আর্সেনাল টানা তৃতীয় জয় পেল।

খেলায় আর্সেনালই হট ফেভারিট ছিল। তারা খেলেছেও ফেভারিটদের মতই। প্রথম থেকেই চাপে ছিল এভারটন। বল নিয়ন্ত্রণে পারদর্শীতা দেখিয়ে ম্যাচের ৪০তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। বুকায়ো সাকার অসাধারণ গোলে লিড নেয় আর্সেনাল। এর কিছু সময় পরই ম্যাচের দ্বিতীয় গোলটিও চলে আসে আর্সেনালের হয়ে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেলি গোলটি এনে দেন আর্সেনালকে।

দ্বিতীয়ার্ধে যেন এভারটনকে আরো অসহায় মনে হচ্ছিল। বল পায়ে পেয়ে ধরে রাখাটাই কঠিন হয়েছে তাদের। বল দখল আর রক্ষণভাগে দুর্বলতা নিয়েই তৃতীয় গোলটি হজম করে এভারটন। আর্সেনালের ওডেগার্ড ৭১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ৩-০ তে এগিয়ে থেকেও থামেনি গানাররা।

ম্যাচের ৮০তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয় আর্সেনাল। নির্ধারিত সময় শেষে এভোরটনকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারায় মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ের পর আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে। আর এভারটন রয়েছে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে।


এ বিভাগের অন্যান্য সংবাদ