বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের বাজার আবারও বাড়লো সোনার দাম আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পেছালো বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ তীব্র সমালোচনার পর যেসব খাতে প্রত্যাহার হলো ভ্যাট মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

মালাবির ভাইস প্রেসিডেন্ট বিমানসহ মাঝ আকাশে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : জুন ১১, ২০২৪
মালাবির ভাইস প্রেসিডেন্ট বিমানসহ মাঝ আকাশে নিখোঁজ

দক্ষিণ আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সওলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক বিমান মাঝ আকাশে নিখোঁজ হয়েছে। এ সময় বিমানে তিনি ছাড়াও আরও ৯ জন আরোহী ছিলেন। নিখোঁজ বিমান ও যাত্রীদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। খবর আলজাজিরার।

গতকাল সোমবার (১০ জুন) সকাল ৯টা ১৭ মিনিটে ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট চিলিমাকে নিয়ে সামরিক বাহিনীর এই বিমানটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। সকাল ১০টা ২ মিনিটে এটি মুজুজু বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও এটি সেখানে অবতরণ করেনি।

মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সোমবার বিমানটি রাডারের বাইরে চলে গেলে এর সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশের সশস্ত্র বাহিনীর প্রধান তাকে বিষয়টি অবহিত করেন। এরপর তিনি তল্লাশি অভিযানের নির্দেশ দেন এবং বাহামা সফর বাতিল করেন। তবে নিখোঁজ ওই বিমানের সঙ্গে যোগাযোগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিমান নিখোঁজের পর দেশবাসীর উদ্দেশে প্রেসিডেন্ট লাজারাস বলেন, ক্ষীণ দৃশ্যমানতার কারণে বিমানটি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে এটিকে রাজধানীতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, আমি আশা করছি যে আমরা তাদের জীবিত উদ্ধার করতে পারব। আমি কঠোর নির্দেশনা দিয়েছি নিখোঁজ বিমানটি না পাওয়া পর্যন্ত তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ