পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শান্তিরক্ষী। মঙ্গলবার সকালে দেশটির টেসালিট গ্রাম ও গাও শহরের মধ্যবর্তী সড়কের পাশে পুঁতে রাখা ইম্প্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আজ (বুধবার) এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, হতাহতরা মিশরের নাগরিক। তারা মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি-মিনুজমা’ এর শান্তিরক্ষী পদে নিযুক্ত ছিলেন।
আল-জাজিরা আরও জানায়, পশ্চিম আফ্রিকার এদেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো আক্রমণ বাড়ানোয় এবং বহু এলাকা দখল করায় সম্প্রতি মালিতে নিরাপত্তাহীনতা বেড়েছে। গতমাসে দেশটির মোপ্তি অঞ্চলের দিয়াল্লাসাগৌ, দিয়াওয়েলি এবং ডেসাগৌ গ্রামে ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়।
এর আগে গতবছর ডিসেম্বরে মালিতে বোমা হামলায় জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৩ জন। একই বছরের অক্টোবরে সন্ত্রাসীদের হামলায় মালিতে এক শান্তিরক্ষী মারা যায়।
এপ্রিলে দেশটির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় চার শান্তিরক্ষী নিহত হন। জুন মাসে ওই একই অঞ্চলে গাড়ি বোমা হামলায় আহত হন জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দায়িত্বপালন করতে গিয়ে ২০১৩ সাল থেকে এপর্যন্ত দেশটিতে ২৩০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।