শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

মালয়েশিয়াকে গোলবন্যায় ভাসালো সাবিনা-আঁখি-কৃষ্ণারা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৩, ২০২২
মালয়েশিয়াকে গোলবন্যায় ভাসালো সাবিনা-আঁখি-কৃষ্ণারা

নারী দলের অর্জনের ভান্ডারে যুক্ত হলো আরেকটি সাফল্য। র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার জালে গোল উৎসব করেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় এসেছে ৬-০ গোলে। আঁখি খাতুন করেছেন দুটি। আর সাবিনা, স্বপ্না, মনিকা, কৃষ্ণারা করেছেন বাকি গোল।

কদিন আগে কুয়ালালামপুরে বাংলাদেশকে নিয়ে গোল উৎসবে মেতেছিল মালয়েশিয়া। লাল-সবুজের ছেলেদের লজ্জা এবার মধ্য এশিয়ার দেশটির নারী দলকে ফিরিয়ে দিলো বাংলার নারীরা। জামাল ভূঁইয়াদের ৪-১ গোলের ক্ষতে প্রলেপ দিলো সাবিনাদের ৬-০ গোলের জয়। প্রতিপক্ষের সঙ্গে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ৬১ ধাপ। অথচ কমলাপুরের টার্ফে দেখা মিললো অন্যচিত্রের। সাবিনা, সানজিদাদের অ্যাটাকিং ফুটবলের কাছে শুরু থেকেই কোনঠাসা ছিল অতিথিরা।

গোল পেতে সময় লাগলো মাত্র ৯ মিনিট। কর্ণার থেকে আঁখির আলতো ছোঁয়ায় লিড নেয় বাংলাদেশ। তবে সেই আক্ষেপ কিছুটা হলেও মিটিয়েছেন সাবিনা। কাউন্টার অ্যাটাক থেকে দলকে আরও এগিয়ে দেন অধিনায়ক। গোল করেই থামেননি সাবিনা, প্রথমার্ধেই করিয়েছেন দুই গোল। তার ক্রস থেকে গোলের জোড়া পূর্ণ করেন আঁখি। বিরতির আগে সাবিনার ডাবল অ্যাসিস্টে গোল উৎসবে যোগ দেন সিরাত জাহান স্বপ্না। তবে দূর্ভাগ্য কৃষ্ণার, সফরকারীদের পোস্ট বাধা না হলে এদিন পেয়ে যেতে পারতেন ক্যারিয়ারের অন্যতম সেরা গোল।

বিরতির পরও একই চিত্র। লাল-সবুজের মেয়েদের সামলাতেই ব্যস্ত মালয়েশিয়া। থামেনি গোল মিসের মহড়াও। হেডেও স্কোর শিটে নাম তোলা হয়নি সানজিদার। তবে অপূর্ণতা রাখেননি মনিকা চাকমা। নুরুল আজেরিন গোল লাইন সেভ করলেও শেষ রক্ষা হয়নি। জটলা থেকে ফিরতি শটে ব্যবধান বাড়ান বাংলাদেশ মিডফিল্ডার।

মালয়েশিয়ান মেয়েদের নিয়ে ছেলেখেলার ম্যাচে স্কোরশিটে নাম তুলেছেন কৃষ্ণাও। বদলি ঋতুপর্ণা চাকমার দারুণ ক্রসকে হেডে পূর্ণতা দেন নাম্বার নাইন। শুধু আক্রমণেই নয় ডিফেন্সেও এদিন দুরন্ত ছিল গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। প্রতিপক্ষের হাতেগোনা চেষ্টাও পাল্টে গেছে বাংলার রক্ষণ দূর্গে।


এ বিভাগের অন্যান্য সংবাদ