মালয়েশিয়ায় একটি অস্থায়ী বন্দিশিবির থেকে পালিয়ে যাওয়া ৫২৮ রোহিঙ্গার মধ্যে ৩৬২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া দ্রুত সড়ক পার হতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ হারান ৬ রোহিঙ্গা।
পেনাং পুলিশের প্রধান দাতুক মোহাম্মাদ সুহেলি মোহাম্মদ জেইন বলেছেন, বন্দিদের মধ্যে ছয়জন অবৈধ অভিবাসী উত্তর-দক্ষিণ হাইওয়ের ১৬৫ কিলোমিটার অতিক্রমের চেষ্টা করেছিলেন। পালানোর চেষ্টায় রাস্তা পারাপারের সময় সকাল ৬টা ৫০ মিনিটের দিকে একটি গাড়ির ধাক্কায় তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং দুজন ছেলে-মেয়ে ছিল।
এখনও পলাতক আছেন ১৬০ জন। তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পেনাং প্রদেশের অভিবাসন বিভাগ জানায়, বুধবার (২০ এপ্রিল) ভোরে সুঙ্গাই বাকাপের বন্দিশিবিরের দরজা ও গ্রিল ভেঙে পালান তারা। স্থানীয়দের ধারণ করা ভিডিও প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়।
মালয়েশিয়ার গণমাধ্যম বলছে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের পর আটক হয়েছিলেন এই রোহিঙ্গারা।